Login Register Apply Now

OUR HISTORY

History Image
স্কুলের তথ্য
বিসমিল্লাহির রাহমানির রাহিম। উত্তর পলাশবাড়ী এ.এস.এম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ । সৈয়দপুর দিনাজপুর মহাসড়কের পার্শ্বে চম্পাতলী বাজার থেকে ২ কি:মি: উত্তরে চেৌধুরীর হাট সংলগ্ন প্রাকৃতিক ছায়া ঘেরা এক মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত । স্থানীয় জনসাধারণকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য । বিদ্যালয়টিতে প্রতি বছর পাশের হার সন্তোষ জনক । ঝড়ে পড়ার হার খুব কম । এস,এস,সি এবং জে,এস,সি পরিক্ষায় সকল শিক্ষার্থী যাতে অংশ গ্রহন করতে পারে সে দিকে বিশেষ নজর দেয়া হয় । শিক্ষার্থীদের নেতৃত্বের গুনাবলী বিকাশের লক্ষ্যে নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় । প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়। সাথে সাথে শিক্ষক এবং পরিচালনা পরিষদের সদস্যদেরকে প্রণোদনা পুরষ্কার দেয়া হয়। ক্রমেই শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শ্রেণি কক্ষের সমস্যা আছে। একটি দ্বিতল ভবন হলে ভাল হয়। বিদ্যালয়ের শিক্ষকগণ যোগ্য, দক্ষ এবং পেশার প্রতি অঙ্গীকারাবদ্ধ। এই বিদ্যালয় থেকে এমন ছাত্র বের হবে যারা হবে বিনয়ী, নম্র-ভদ্র, দৃঢ় মনোবল সম্পন্ন এবং তারা পিতা-মাতা, সমাজ ও দেশের প্রতি অনুগত হবে; ইহাই আমার প্রত্যাশা। * অভিভাবক এবং স্থানীয় জনগন খুব ঘনিষ্ঠভাবে বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন। বিদ্যালয়টি পরিদর্শন করার জন্য ধন্যবাদ। *পরিচালনা পরিষদের সদস্যগণ সার্বিকভাবে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন।

OUR MISSION

প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম কর্মসূচীর মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা , শারীরিক ও মানসিক বৃত্তিগুলোর বিকাশ এবং উৎকর্ষ সাধন করে নৈতিক, সামাজিক ও ধর্মীয় বিকাশের সর্বপ্রকার পদক্ষেপ গ্রহণ করা , সর্বোপরি ভাল ফলাফল অর্জন করে যাতে তারা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। তাছাড়া ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সারা বাংলাদেশে ১৫ টি মডেল স্কুলকে মাধ্যমিক স্তরের Cluster center School ( C C S) TQI-SEP ঘোষণা করা হয়। এ স্কুল এন্ড কলেজে প্রতি বছর বিভিন্ন জেলা হতে শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শনের জন্য শিক্ষক/ শিক্ষিকাগন শিক্ষা সফরে আসেন।

OUR VISION

vision